আজ বৃহস্পতিবার, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ জাতীয় শ্রমিক লীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জাতীয় শ্রমিক লীগের কাঞ্চন মুড়াপাড়া আঞ্চলিক শাখার সভাপতি বেলায়েত হোসেন ভুইয়ার সভাপতিত্বে উপজেলার কাঞ্চন পৌরসভার ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মাঞ্জারী আলম টুটুল, শ্রম বিষয়ক সম্পাদক রেজাউল করিম মনির, এমায়েত হোসেন, কাঞ্চন পৌরসভার আ’লীগের সভাপতি নজরুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক গোলাম রসূল, সাঙ্গঠনিক সম্পাদক মিলন, কাঞ্চন পৌরসভার যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আলী হোসেন মোল্লা। সঞ্চালনায় ছিলেন, মোবারক হোসেন মোল্লা প্রমুখ।
সমাবেশে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি-জামাতকে পরাজিত করে আওয়ামীলীগকে জিতাতে হলে ঐক্যর বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার সরকারের অব্যাহত উন্নয়নের কারনেই জনগণ আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।