নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় শ্রমিকলীগ কাঞ্চন মুড়াপাড়া আঞ্চলিক শাখার নব গঠিত কমিটির পরিচিতি সভা হয়েছে । আজ দুপুরে রূপসী গাজী ভবনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিকলীগ কাঞ্চন পৌরসভা আঞ্চলিক শাখার সভাপতি হাজী মোঃ বেলায়েত হোসেন ভূঁইয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১, রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি বলেন বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিকলীগ । ছয় দফা আন্দোলনের সময় এই শ্রমিকলীগের কর্মীরাই প্রথম জীবন দেন।বিএনপি,জামাত জোট সরকারের সময় আদমজী জুট মিলের মুল ফটকের সামনে তাদের ন্যায্য বেতন-ভাতার অধিকার চাওয়ায় শ্রমিকদের পিটানো হত । গার্মেন্টস শ্রমিকদের বেতন দ্বিগুন করেছে প্রধান মন্ত্রী শেখ হাসিনা। আবু জাবের বাবুল সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিকলীগ কাঞ্চন মুড়াপাড়া আঞ্চলিক শাখা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিঃ শেখ সাইফুল ইসলাম ,কায়েত পাড়া জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃমিন্টু,থানা আওয়ামিলীগের সদস্য মান্নান মুন্সি।জাতীয় শ্রমিকলীগের তারাব আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক শাহ্ মোবারক হোসেন খাঁন শাহিন, মহিলা বিষয়ক সম্পাদিকা শীলা আকতার ।
বক্তারা বলেন, প্রায় দুই যুগ বা ২৪ বছর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিকলীগ কাঞ্চন মুড়াপাড়া আঞ্চলিক শখার কমিটি সফলতার সাথে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আমরা শ্রমিক বান্ধব। আমরা শ্রমিকের কল্যাণে কাজ করব। আমরা শ্রমিদের সার্থের ও অধিকার আদায়ে নিরলস থাকব।