আজ শুক্রবার, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় প্যারেড গ্রাউন্ডে মন্ত্রী গাজী


সংবাদচর্চা রিপোর্ট : বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দশদিন ব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠানের তৃতীয় দিন ( ১৯ মার্চ) শুক্রবার বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা , শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসা, নারায়ণগঞ্জ-১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকসহ অনেকে।
অনুষ্ঠানে জাতীয় সংগীত, পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, মুজিববর্ষের থিম সংগীত, ‘যতকাল রবে পদ্মা-যমুনা’ শীর্ষক ভিডিও প্রদর্শন করা হয়। ধারণকৃত ভিডিওতে শুভেচ্ছা বার্তা দেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভি লাভরফ ।

‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার আজকের থিম ‘যতকাল রবে পদ্মা যমুনা’। অনুষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা পর্ব শেষ হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ