আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যে জাতি যত শিক্ষিত হয় সে জাতি তত উন্নত হয়।- সৈয়দা সায়রা মহসীন এমপি

জাতি

জাতিআব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার :মৌলভীবাজার ৩ আসনের (মৌলভীবাজার -রাজনগর) এমপি সৈয়দা সায়রা মহসীন এমপি বলেন,বছরের প্রথম দিনই আমরা ছাত্রছাত্রীদের হাতে বই পৌছে দেই।এটি একটি বিশ্ব ব্যাপি বিরল ঘটনা।যে জাতি যত শিক্ষিত হয় সে জাতি তত উন্নত হয়।আর আমরা যেন শিক্ষাখাতে পিছিয়ে না থাকি।গত কাল শনিবার (৬ জানুয়ারি) আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের,কলেজ শাখার তিন বছর পূর্তি ও এইচ এস সি প্রথম ব্যাচে উত্তীর্ন ছাত্রছাত্রীদের সংবধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথা বলেন।

শেরপুর ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ কের সহ সভাপতি সৈয়দ ছাদেক আহমদের সভাপতিত্বে ও রেডিও পল্লীকন্ঠের উপস্হাপক মিন্টু ও তানিয়ার সন্চালনায়,উক্ত সংবধনা অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হবিগন্জ ১ আসনের সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু,মৌলভীবাজার পৌর মেয়র জনাব ফজলুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব,আব্দুস সামাদ মিয়া,১ নং খলিলপুর ইউ পি চেয়ারম্যান,বাবু অরবিন্দ্র পৌদ্দার বাচ্চু,আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অবিভাবক কমিটির সভাপতি সৈয়দ নজরুল বখ্ত,আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান,ট্রষ্টী ব্যারিষ্টার আবুল কালাম,ট্রাষ্টি প্রভাষক আব্দুল হাই,ট্রাষ্টি,ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হাফিজ,আব্দুল ওয়াদুদ দিপক,বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার শাখার সভাপতি এস কে মুহিদ রাজা, প্রান্তন শিক্ষক মৌলনা আব্দুল আজীজ,এ্যাডভোকেট ইলিয়াছ আলী,ছাবু মিয়া,আমিন আলী,প্রমুখ।সৈয়দা সায়রা মহসীহ আরো বলেন,আমাদের প্রধান মন্ত্রি শেখ হাসিনা ২০২১ সালে উন্নত মধ্যম আয়ের দেশও ২০৪১ সালে উন্নত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।যদি আমরা শিক্ষা ক্ষেত্রে এগিয়ে না যেথে পারি তহলে আমাদের প্রধানমন্ত্রি এগিয়ে যেথে পারবেন না।তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলেন,সন্ত্রাস দূর্নীতি,মাদকাশক্তি থেকে দুরে থাক।তোমরা আমাদের ভবিষ্যত,তোমরা দেশ গড়ার কারিগর, এসব থেকে দুরে থেকে লেখাপড়া খেলাধুলা,গানবাজনা কর।লেখা পড়া করে তোমরা এগিয়ে যাও