আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতি ধর্ম নির্বিশেষে নগর উন্নয়নে এগিয়ে আসুন: খোরশেদ

প্রেস বিজ্ঞপ্তি:

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নারায়ণগঞ্জ ১৩নং ওয়ার্ডে বিভিন্ন মহল্লা ও পূজা মন্ডপে বস্ত্র বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

সোমবার (০৭ই অক্টোবর) সকাল থেকে ওয়ার্ডের জামতলা, মাসদাইর, আমলাপাড়া, চাষাড়া রবি দাস পাড়া ও কুমুদিনী বাগান এলাকায় ঘরে ঘরে ও গলাচিপা কুড়িপাড়া মন্ডপে দুঃস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে পাচঁশতাধিক শাড়ী বিতরণ ও শুভেচ্ছ বিনিয়ম করেন কাউন্সিলর খোরশেদ।

শুভেচ্ছা বিনিময় কালে কাউন্সিলর খোরশেদ বলেন, নগর উন্নয়নে দলমত জাতি ধর্ম নির্বিশেষে সবাই এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, নারায়ণগঞ্জ আমাদের জন্মস্থান। নারায়ণগঞ্জকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে তোলা আমাদেরই দায়িত্ব। তিনি গৃহস্থলির বর্জ্য অপসারনে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি আরো বলেন, একমাত্র বিএনপিই হিন্দু সম্প্রদায়ের আপনজন। বিএনপির শাসনামলেই আপনারা ও আপনাদের সম্পদ নিরাপদ থাকে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সকলের আর্শীবাদ কামনা করেন।

সর্বশেষ সংবাদ