জাতীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশ বলেছেন, জাতির জনকের হত্যার সাথে মেজর জিয়া সম্পৃক্ত। আমরা চাই মেজর জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করা হোক।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে শ্রমিক লীগের শোক দিবসের সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন ।
এসময় উপস্থিত ছিলেন,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এনামুর রহমান এমপি, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধার ,সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সহসভাপতি আবু শাহিদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু, সাভার উপজেলার ভাইস চেয়ারম্যা শাহাদাত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, ইয়ারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ ভূইয়া, চেয়ারম্যান সাইফুল ইসলাম, আশুলিয়া ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মাদবর, শিমুলিয়া ইউপি চেয়ারম্যন আজহারুল ইসলাম সুরুজ, চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইউনাইটেড গার্মেন্টস ওয়ারকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক নূর ইসলাম প্রমূখ।