আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জাঙ্গালিয়া দাসিরদিয়া সংযোগ ব্রীজের নাজুক অবস্থা

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা:- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আড়াইহাজার জাঙ্গালিয়া সড়কের জাঙ্গালিয়া দাসিরদিয়া সংযোগ ব্রীজটি অচিরেই সংস্কার করা প্রয়োজন। তা না হলে যে কোন সময় ঘটে যেতে পারে মারাত্মক দূর্ঘটনা।

উক্ত ব্রীজ টি ৯০ পরবর্তী সময়ে এল জি ই ডির অর্থায়নে নির্মাণ করা হয়। এটি উপজেলার পূর্বাঞ্চলিয় এলাকাবাসির রাজধানী ঢাকা সহ উপজেলা সদর এবং বিভিন্ন গুরুত্ব পূর্ণ স্থানে যাতায়তের এক মাত্র  পথ। ব্রীজ টি জাঙ্গালিয়াকে দাসিরদিয়া এলাকার সাথে সংযোগ করেছে। ব্রীজ টি নির্মাণের আগে এখানে একটি বাঁশের সাঁকো ছিল। পথচারীরা অতি কষ্টে তা দিয়ে ছাগল বাঘিনী নদী পার হতো। ছাগল বাঘিনী নদীটি বৃহত্তর ব্রহ্মপুত্রের একটি শাখা নদী।

এ ব্রীজের উপর দিয়ে উচৎপুরা, খাগকান্দা, নয়নাবাদ, পাঁচানী, ইসলামপুর, বঙ্গার বাজার, বাহেরচর, শান্তির বাজার এ সমস্ত এলাকার হাজার হাজার ব্যবসায়ি তাদের ব্যাবসায়িক পন্য আনা নেওয়া করে থাকেন। ব্রীজটি মাঝখান দিয়ে ভেঙ্গে পড়ায় ভারী যান বাহন এ পথে আনা নেওয়া বন্ধ হয়ে গেছে।

এ ব্যাপারে কথা বলার জন্য উপজেলা প্রকৌশলী মোঃ নাসিরউদ্দীনের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায় নি।

স্পন্সরেড আর্টিকেলঃ