আজ বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জাকির খানের পক্ষে শিক্ষাসামগ্রী বিতরণ

বিদ্যার দেবী সরস্বতি পূজা উপলক্ষে প্রায় দেড় শতাধীক শিশু শিক্ষাথীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় বন্দর বাজার স্বর্গীয় দীনেশ মন্ডল দুখাইয়ের বাড়িতে এ শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। সাবেক ছাত্রনেতা জাকির খানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করেন মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু। ৩৯ বছর যাবৎ এখানে ঝাকজমক ভাবে এবং উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে সরস্বতি পূজ।

শিক্ষাসামগ্রী বিতরণ কালে জেলা যুব দলের সহ সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন শাহ বলেন, নিজেকে গড়তে হলে ভবিষ্যতের লক্ষ্য স্থির করে অধ্যবসায় করতে হবে। শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। এভাবে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে, বিশ্বে দেশের মুখ উজ্জ্বল হবে।

এর আগে শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু বলেন, আমরা এখানে প্রায় ৩৯ বছর ধরে বিদ্যার দেবী সরস্বতি পূজা করে আসছি। তখন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণের তেমন কোন উদ্যোগ আমাদের মধ্যে ছিলনা। সাবেক তুখর ছাত্রনেতা জাকির খান আমাদের এ মহতি কাজের উৎসাহ যুগিয়েছেন। তার নির্দেশে আমরা গত ৫ বছর ধরে সরস্বতি পূজায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসাগ্রমী বিতরণ করে আসছি।

তিনি আরও বলেন, এখানে অনেক মেধাবী শিক্ষার্থী আছে। আমার বিশ্বাস মেধাবীরা আগামীর বিশ্ব নির্মাণ করবে। তাদের হাতে ভবিষ্যতের চাবিকাঠি আর এই মেধার লালনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এগিয়ে এসে শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ করে দিতে তারই লক্ষ্যে আজকের এই শিক্ষাসামগ্রী বিতরণ। মেধার লালন না করলে মেধাবী তৈরি হবে না।

শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন্, মহানগর মৎস্যজীবী দলের য্গ্মু আহ্বায়ক লিংকন খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক রাকিব হাসান রাজ, রিপন সিকরদার, আব্দুল্লাহ্ আল মামুন, সাখাওয়াত হোসেন পিংকি, সঞ্জয় মন্ডল, হৃদয় বনিক, তিথি বর্মন, সাহেদ হোসেন সাব্বির, খালেদ সিদ্দিকী সাব্বির, মো: সোহেল, মফিজ মাহি, লিয়ন খান, মো: মারুফ প্রমূখ।