আজ বুধবার, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জল্লারপাড়ে সজীবের জমজমাট মাদক ব্যাবসা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় ও এর আশপাশ এলাকাতে মাদক ব্যবসা জমে উঠেছে অভিযোগ রয়েছে। স্থানীয় একাধিক ব্যক্তি প্রভাবশালীদের ম্যানেজ করে ওই ব্যবসা চালাচ্ছে।

এলাকাবাসি জানান, পুলিশের খাতায় নাম থাকা একাধিক মামলার আসামী মিন্নত আলীর ছেলে সজীব জল্লারপাড় এলাকায় ঘুরে ঘুরে ইয়াবা ও ফেন্সিডিল বিক্রি করতো। পরে ওই সজীব জড়িয়ে পড়ে ছিনতাই ও ডাকাতি কাজে। গত ২০১৩ সালে ১০ জুলাই জল্লারপাড় এলাকায় টানবাজারের সুতা ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগের পর সে আত্মগোপনে চলে যায়।

এলাকাবাসি মুরুব্বী কয়েকজন জানান, কয়েক বছর আত্মগোপনে থাকার পর আবার এলাকায় ফিরে এসে সজীব ইয়াবা ও ফেন্সিডিল ব্যাবসা পুরোদমে চালু করেছে। সে জল্লারপাড় এলাকায় প্রকাশ্যেই ইয়াবা ও ফেন্সিডিল বিক্রি করে বেড়াচ্ছে। তার এই ব্যাবসায় সেলসম্যান হিসেবে কাজ করছে শান্ত, অন্তু, পারভেজ, গাজীসহ আরো কয়েকজন যুবক।

স্পন্সরেড আর্টিকেলঃ