নাসিক ১৭ ওয়ার্ডের জল্লারপাড়া এলাকা থেকে ইয়াবাসহ সজিব ও পারভেজ নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
১০ সেপ্টেম্বর সন্ধ্যায় আমহাট্টা জল্লারপাড়া জাহিদুর রহমান সজিবের বাড়ির গলি থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, ডাকাতি ও একাধিক মাদক মামলার আসামী জাহিদুর রহমান সজিব (৩৮)। সে আমহাট্টা জল্লারপাড়ার মৃত নিজাম উদ্দিনের ছেলে। এবং তার সহযোগি পারভেজ (৩৫)। সে একই এলাকার জসিম উদ্দিনের ছেলে।
এর সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) আসাদুজ্জামান। তিনি জানান, তাদের কাছ থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।