আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জমে উঠেছে রূপগঞ্জ উপজেলা নির্বাচন

সংবাদচর্চা রিপোর্ট:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই রূপগঞ্জে উপজেলা নির্বাচনের দামামা বেজে উঠেছে। আগামী ৩ ফেব্রুয়ারী উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। ইতোমধ্যে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে নবীন প্রবীনের যুদ্ধ শুরু হয়েছে।

জানা গেছে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৫ জন । তার মধ্যে রয়েছে বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া। তিনি দু:সময়ে আওয়ামীলীগ কে আগলে রেখেছেন । রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা। তিনি দীর্ঘ দিন যাবত উপজেলা আওয়ামী লীগের সেবা করে যাচ্ছেন। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এড. মো: মফিজ উদ্দিন। রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব তাবিবুল কাদির তমাল। স্বচ্ছ ও পরিচ্ছন্ন নেতা হিসেবে তার ব্যাপক পরিচিত রয়েছে। তিনি ঐতিহ্যবাহি পরিবারের সন্তান।

মুড়াপাড়া সরকারি কলেজের ভিপি শাহারিয়ার পান্না সোহেল। তিনি ছাত্র সমাজের পরিচিত মুখ।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৪ জন । তার মধ্যে অন্যতম রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হারেজ। রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন নাদীম, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত মানবাধিকার বিষয়ক সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এড. মোহাম্মদ স্বপন ভূইয়া। নারায়ণগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক আব্দুল আলিম সরকার।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছে। তার মধ্যে অন্যতম নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা। তিনি দায়িত্ব পালন কালে ব্যাপক উন্নয়ন করেছেন। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জি.শেখ সাইফুল ইসলামের স্ত্রী নাসরিন আক্তার চম্পা। তিনি বিরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার ও ৩৪নং পশ্চিম গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লাকী মনির। দাউদপুর ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক ও দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফেরদৌসী জান্নাত । তবে প্রার্থীর সংখ্যা বাড়তে পারে।

এবারের উপজেলা নির্বাচনে রূপগঞ্জে আওয়ামী লীগের প্রত্যেক প্রার্থীই অত্যন্ত জনপ্রিয় এবং কর্মীবান্ধব। তাদের মধ্যে নেই কোন দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ। প্রত্যেক প্রার্থীই কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সবাই দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তাছাড়া দলীয় প্রতীকে এবারই প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে ঘিরে রূপগঞ্জে প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রার্থী ও তাদের কর্মীসমর্থকদের মাঝে বাড়তি আগ্রহ বিরাজ করছে।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, রূপগঞ্জ উপজেলা নির্বাচন নবীন প্রবীনের মধ্যে অত্যন্ত প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ হবে। নতুন নেতৃত্বের বিকাশ ঘটবে।