আজ শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জনসম্মুখে ছেলে-মেয়েকে নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর সেলফি

অনলাইন রিপোর্ট:

ভারতের লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এসময় তার সঙ্গে ছিলেন মা সোনিয়া গান্ধী, বোন প্রিয়াঙ্কা গান্ধী এবং প্রিয়াঙ্কা স্বামীও। সেখানেই দেখা গেল একটি বিরল দৃশ্য যেমনটা সচরাচর চোখে পড়ে না।

প্রিয়াঙ্কা গান্ধী জনজোয়ারের সামনেই নিজের ছেলে-মেয়েদের সঙ্গে সেলফি তুললেন। সাধারণত গান্ধী পরিবারের এমন পারিবারিক মুহূর্তকে তারা জনতার সামনে প্রকাশ করেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে গান্ধী পরিবারের নিয়ম কানুনেও।

মেয়ে মিরায়া ভদ্ররার ১৬ বছর বয়স এবং ছেলে রায়হান ভদ্ররার আঠারো বছর বয়স। তারা দু’জনে সাধারণত ক্যামেরার থেকে শতহস্ত দূরেই থাকেন। কিন্তু এই দিনটি একটি বিশেষ দিন, তাই মায়ের সঙ্গে তাদের‌ সেলফি তোলার ছবি কংগ্রেস দলের টুইটার অ্যাকাউন্টেও পোস্ট করা হল।

নেহরু-গান্ধী পরিবারের সদস্য হিসেবে জানুয়ারি মাসে প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে যোগদান করেন।