আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফখরুলের জনসভার পথ বন্ধ

জনসভা ঠেকাতে

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা স্টেডিয়ামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভা ঠেকাতে মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন দিয়ে রাস্তা বেরিকেড দিয়েছে দূবৃত্তরা  ৷ আজ নারায়ণগঞ্জ ৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এস.এম আকরাম জনসভার আয়োজন করেছে। জনসভায় বক্তব্য রাখবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ। মির্জা ফখরুল সহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জে আগমনের কথা শুনে বিক্ষুব্ধ জনতা মদনপুর হতে কাঁচপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে লোকজন লাঠিসোটা নিয়ে অবস্থান করে।

শুক্রবার বিকাল ৩টায় মির্জা ফখরুলের গাড়ি বহর কাঁচপুর পৌছালে বাধার মুখে পড়ে। পরে প্রায় ৪০ মিনিট উল্টো রাস্তায় পুলিশ প্রহরায় গাড়ি বহর বিকল্প পথে সোনাকান্দার সড়কে পৌছে দেওয়া হয়।