নবকুমার:
পাটের হারানো গৌরব ফেরাতে জনতা জুট মিলস পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । বুধবার (৯ অক্টোবর) সকালে নরসিংদী জেলার পলাশ থানার জনতা জুট মিলস পরিদর্শন করেন তিনি। এসময় মন্ত্রী মিলের কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছেন। তাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন তিনি । মিলের উৎপাদিত পণ্য সামগ্রী গোলাম দস্তগীর গাজী ঘুরে দেখেছেন। এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী -২ আসনের এমপি আলহাজ্ব ডাক্তার আনোয়ারুল আশ্রাফ খান দীলিপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: বেলায়েত হোসেন, উপ সচিব পরিতোষ হাজরা,মন্ত্রীর এপিএস এমদাদুল হক, পিএস মজনু, জনতা জুট মিলস এর পরিচালনা পরিষদের সভাপতি মো: সাইদুজ্জামান, পলাশ উপজেলার চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র শরিফুল হক শরিফ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব , দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মো: মুন্না খান।
এছাড়া আজ বুধবার মন্ত্রী জনতা জুট মিলে পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় নরসিংদী জেলা প্রশাসক ফারহানা কাওনাইন।
জানা গেছে, জনতা জুট মিলস্ ১৯৬৬ সালে ৬৩ একর জায়গার প্রতিষ্ঠা করেন মরহুম মোজাম্মেল হক । এই মিলস বেশ কয়েক বার জাতীয় রপ্তানিতে প্রথম স্থান অর্জন করেছে । পেয়েছে স্বর্ণ পদক । ২০১১-১২, ২০১২-১৩ অর্থ বছরে রৌপ্য পদক পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে । পাটের বস্তা এই মিলের অন্যতম পণ্য। আজ বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী মিলসটি পরিদর্শনের ফলে নতুন ভাবে জেগে উঠবে বলে মনে করছে স্থানীয়রা ।