সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
জনতার মুখোমুখি অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কাউন্সিলর রুহুল আমিন বলেছেন, বিগত ৫ বছরের ৬০ কোটি টাকার অধিক কাজ করেছি। বর্তমান ১ বছরের প্রায় ২০ কোটি টাকার কাজ হয়েছে। আরো ৩৫ কোটি টাকার কাজ চলামন রয়েছে। আশা করছি চলতি মেয়াদে মধ্যেই ৮নং ওয়ার্ডের সকল রাস্তা করা হবে এবং এ ওয়ার্ডে একটি শিশু বিনোদন কেন্দ্র ব্যবস্থা করা করার চেষ্টা করা হবে। গতকাল সোমবার বিকালে স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে দাতা সংস্থা জাইকার নিয়মিত আয়োজনের অংশ হিসেবে জনতার মুখোমুখি হন ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন।
গোদনাইল ধনকুন্ডা ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সিদ্ধিরগঞ্জ অঞ্চলের কর কর্মকর্তা হান্নান মিয়া, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ণ কর্মকর্তা কেএম ফরিদুল মিরাজ, জাইকার প্রতিনিধি জাকির হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন ওরফে মহি মোল্লা, মুক্তিযোদ্ধা এহসান কবির রমজান, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সাউদ, আইলপাড়ার সমাজ সেবক ইসমাইল মাদবর, জাকির হোসেন, এম. আসলাম, ৮নং ওয়ার্ড সচিব সাইফুল ইসলাম বাবু, সাদ্দাম হোসেন প্রমুখ।
এ সময় মুক্ত আলোচনা সভায় এলাকাবাসী স্বত:স্ফুর্তভাবে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন কাউন্সিলরের নিকট। পরে কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জনসাধারনের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।