আজ বুধবার, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছুটি বাড়লো আর ১০ দিন

সংবাদচর্চা রিপোর্ট
করোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিও সাথে যুক্ত হবে বলে জানা যায়। শুক্রবার (১০ এপ্রিল) সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে চতুর্থ দফায় ছুটি বাড়ানো হলো। আজকের প্রজ্ঞাপনে ঘোষিত সাপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটির ধারাবাহিকতায় আগামী ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ থেকে ২৩ এপ্রিল ২০২০ পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই সাধারণ ছুটির সঙ্গে ১৭ ও ১৮ এপ্রিল এবং ২৪ ও ২৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও যোগ হবে।
এর আগে, ২৩ মার্চ করোনা ভাইরাসের কারনে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষনা করা হয়। পরে ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল করা হলেও পরে তা বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়। এবার ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি সেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট) ক্ষেত্রে এই ব্যবস্থা প্রযোজ্য হবে না। এছাড়াও কৃষি পন্য ( সার, কীটনাশক) খাদ্য, শিল্প পন্য, চিকিৎসা সরঞ্জামাদি, নিত্য প্রয়োজনীয় পন্য পরিবহন এবং কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল এই ছুটির মধ্যে পড়বে না। জরুরি প্রয়োজনে ওষুধ শিল্প, উৎপাদন ও সংবাদপত্র এর আওতামুক্ত থাকবে।
এসআইএস/এসএমআর