আজ শনিবার, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে দুই ছিনতাইকারী আটক

ছিনতাইকারী আটক
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জে রূপগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই ছিনতাইরাকীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পূর্বাচল উপ-শহরের ২১ ব্রিজ এলাকা থেকে ওই দুই ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, হলেন, উপজেলার পর্শি এলাকার হাবিবুর রহমান হাবি (২০) ও একই এলাকার নিজামউদ্দিনের ছেলে সজীব।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুবেল মিয়া জানান, আটককৃতরা হলেন, দীর্ঘ দিন ধরে পূর্বাচল উপশহরে ঘুরতে আসা পর্যকদের ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে আসছে বলে পুলিশে কাছে খবর ছিল। বুধবার সকালে পূর্বাচল উপ-শহরের ২১ নং ব্রিজ থেকে ওই দুই ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ছিনতাই মামলা হয়েছে। আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।