সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে উপজেলার গোলাকান্দাইল এলাকায় হান্নান মিয়া নামে এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার সকালে এক ব্যবসায়ীর কাছ থেকে মোবাইল ছিনতাইকালে ওই ছিনতাইকারীকে গণপিটুনি দেওয়া হয়।
ছিনতাইকারী কেরানিগঞ্জ থানার দলেশ^রী মধ্যপাড়া এলাকার মৃত কালা চাঁনের ছেলে।
ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, আড়াইহাজার উপজেলার মনোহরদী এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে কামরুল ইসলাম মেঘলা কাউন্টারে গাড়ির জন্য অপেক্ষায় করছিলেন । এসময় কামরুলের হাতে থাকা মোবাইল ফোনটি ছিনতাই করে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায় ছিনতাইকারী।