নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁ উপজেলার কাচপুর থেকে গ্রেপ্তারকৃত সোনারগাঁ থানা ছাত্রদলের ১৩ নেতার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ আমলী আদালত ‘ঘ’ অঞ্চল এর বিচারক আহমেদ হুমায়ূন কবিরে আদালতে তাদের রিমান্ড শুনানী হয়।
এর আগে গ্রেপ্তারকৃত সোনারগাঁ থানা ছাত্রদলের ১৩ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে সোনারগাঁ থানা পুলিশ। উভয় পক্ষে শুনানী শেষে আদালত ১ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
সোনারগাঁ থানার একটি পুলিশ টিম মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে সোনারগাঁ উপজেলার কাচপুর থেকে থানা ছাত্রদলের ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোজাম্মেল, কাজী হিমেল, বিল্লাল হোসেন, রুহুল আমিন পাবেল, ফরহাদ হেসেন, আব্দুল হালিম, ওমর ফারুক, আবুল বাশার, সাইদুর রহমান, খোরশেদ আলম, ইউনুছ, সাইজউদিন, জাকারিয়া।