আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রের সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক

দুই কিশোর ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক এবং তাদের মাদক ও যৌন উত্তেজক পিল নিতে বাধ্য করার দায়ে যুক্তরাষ্ট্রে এক বিবাহিত স্কুল শিক্ষিকাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার যৌন অপরাধে অভিযুক্ত করে ওই শিক্ষিকাকে কারাদণ্ড দেন মিশিগানের একটি আদালত।

ক্যাথরিন হাথারলিং নামের ওই শিক্ষিকা রোচেস্টার উচ্চ বিদ্যালয়ের বিশেষ শিক্ষা ও বিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালীন ওই দুই ছাত্রের উপর যৌন নিপীড়ন চালান। যাদের একজনের বয়স ১৬ এবং অপর জনের ১৭।

তিনি একাধিক অনুষ্ঠানে ওই ছাত্রদের সঙ্গে যৌন মিলন করেছিলেন। এমনকি গাড়ীতেও যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন, যা অন্য শিক্ষার্থীরাও দেখেছিল। একবার ভিকটিম ছাত্রের বাড়িতেও সম্পর্ক করেছিলেন।

এক ছাত্রকে তিনি যৌন উত্তেজক পিল জ্যানাক্সও দিয়েছিলেন বলে আদালতে জানিয়েছেন ভুক্তভোগী এক ছাত্রের অভিভাবক। তিনি বলেন, ‘ওই ছাত্রের মায়ের মৃত্যুর পর তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সে সময় বাড়িতে কিশোর একাই ছিল। সে সময় শিক্ষিকা বাড়িতে এসে যৌন উত্তেজক পিল খাইয়ে সম্পর্কে লিপ্ত হয়। এ ঘটনায় তার কিশোর সন্তান দুর্বল ও হতবিহবল হয়ে পড়ে।’

ছেলেদের সঙ্গে তৃতীয়-মাত্রার অপরাধমূলক যৌন আচরণের ছয়টি অভিযোগে ২৭ বছর বয়সী হাথারলিংকে ৫১ মাস থেকে ১৮০ মাসের কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে। এছাড়া ছেলেদের নিষিদ্ধ যৌন উত্তেজক পিল সরবরাহ করার দায়েও তাকে অভিযুক্ত করা হয়েছে।

২০১৮ সালের ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নির্যাতনের ঘটনাগুলো ঘটেছিল। সে সময় ওই শিক্ষিকার বয়স ছিল ২৬ বছর। উল্লেখ্য, প্রতিটি ঘটনাই স্কুলের বাইরে সংগঠিত হয়েছিল। কিশোরদের মধ্যে একজন ছিল তার ক্লাসের ছাত্র।

২০১৯ সালের জানুয়ারি ওই শিক্ষিকার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়। সে সময় অভ্যন্তরীণ তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় হাথারলিংকে বরখাস্ত করেছিল স্কুল কর্তৃপক্ষ।