আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রলীগ নেতা মো.শাহরিয়ার হাসানের উদ্যোগে মাহফুজুর রহমান কালামের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল

ছাত্রলীগ নেতা

ছাত্রলীগ নেতা
সোনারগাঁও প্রতিনিধি
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর সোনারগাঁও উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো.শাহরিয়ার হাসান সাজুর উদ্যোগে উপজেলার পৌরসভার গোয়ালদী মোড় এলাকায় অবস্থিত জান্নাতুল বাকী জামে মসজিদে মাহফুজুর রহমান কালামের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁও পৌরসভা ছাত্র লীগের দপ্তর সম্পাদক ইসমাঈল রহমান রাতিন,পৌরসভা ছাত্র লীগ নেতা শরীফ হোসেন, রিফাত হোসেন, তারেক হোসেন, জীবন, বোরহান, মেহেদী,রানা ও এলাকার মুরুব্বীগন।
উল্লেখ: সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম গত ৪ ফেব্রুয়ারি অসুস্থতা বোধ করলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন পরে পরিক্ষা শেষে হার্টে ব্লক ধরা পড়লে, ৬ ফেব্রুয়ারি তার বাইপাস সার্জারী করা হয়।