সংবাদচর্চা রিপোর্ট: কাঞ্চন পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সোহাগ মিয়ার উপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পৌর ছাত্রলীগ। মঙ্গলবার (২ মার্চ) মায়ারবাড়ী এলাকায় মানববন্ধন হয়। এসময় উপস্থিত ছিলেন , কাঞ্চন পৌর ছাত্রলীগের সভাপতি আইবুর রহমান , সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা আল আমিন, নাছির, রাব্বি, হানিফ সহ অনেকে।
জানা গেছে গত ১ মার্চ দুপুরে কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান গেটের সামনে পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সোহাগ মিয়ার উপর হামলা চালায় সন্ত্রাসী সফি সহ তার গুন্ডা বাহিনী।
মানববন্ধনে বক্তারা সন্ত্রাসী সফি সহ তার গুন্ডা বাহিনীর দ্রুত গ্রেফতার দাবি করেছে। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি মায়ারবাড়ী হয়ে কাঞ্চন বাজার প্রদক্ষিন করেন।