নিজস্ব প্রতিবেদক:
সদ্য ঘোষিত ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাওয়া বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া গেছে।
যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, তাদের মধ্যে রয়েছেন তানজীর ভুইয়া, সুখরঞ্জন ঘোষ, আরেফিন সিদ্দিক সুজন, আতিকুর রহমান চয়ন, বরকত হোসেন, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান তুষার, আমিনুল ইসলাম বুলবুল, আহসান হাবীব, সাদিক খান, সোহানী খান তিথী ও আফরিন চৌধুরীসহ আরও কয়েকজন।
এদের বিরুদ্ধে বিবাহিত, মাদকসেবী, মাদক মামলা, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ ও চাকরির অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
বুধবার দিবাগত রাত ১২ টায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।