আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পিস্তল গুলি সহ গ্রেফতার ছাত্রদল সভাপতি রনি রিমাণ্ডে

ছাত্রদল সভাপতি

ছাত্রদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক :

নিখোঁজের পর অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির (৩০)  ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিন’র আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত সোমবার ১৭ সেপ্টেম্বর গোপন সংবাদের  ভিত্তিতে পুলিশ  রনিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর থেকে ৩ রাউন্ড গুলি একটি বিদেশী পিস্তলসহ গ্রেফতার করে।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, সোমবার সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে রনিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই সময়ে রনির কাছ থেকে একটি বিদেশী তৈরি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পিস্তল ও গুলি সহ রনিকে গ্রেফতারের ঘটনায় পুলিশের এস আই শাফিউল বাদী হয়ে মামলা করেছে। মামলায় রনির ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীনের আদালতে শুনানী শেষে রনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

রনির ছোট ভাই মহিবুর রহমান রানা জানান, রনি গত ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় পারিবারিক কাজে ঢাকা যায়। আর রাত পর্যন্ত ফিরে আসেনি। তবে রাত সাড়ে ১০টায় অজ্ঞাত এক ব্যক্তি ঢাকা থেকে টেলিফোনে জানায় যে একটি কালো মাইক্রোবাসে করে কয়েকজন সাদা পোষাকধারী নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে রনিকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এর পর থেকে নিখোঁজ ছিল রনি।