নিজস্ব প্রতিবেদক:
পুলিশের পোশাক খুলে নেওয়ার হুমকি দেওয়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে ফের ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সিদ্ধিরগঞ্জে হেফাজতের হরতালে সহিংসতার ঘটনার দুই মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।
রোববার (২৯ আগস্ট) সকালে নারায়নগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে পুলিশ মামলার সুষ্ঠ তদন্তরে জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ওই আদেশ দেন। এর আগে মঙ্গলবার (২৩ আগস্ট) নারায়নগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবিরের আদালত রনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডকৃত মশিউর রহমান রনি (৩৫) পশ্চিম মাসদাইর এলাকার মোস্তফা কামালের ছেলে। রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন নারায়নগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো.আসাদুজ্জামান।তিনি বলেন, হেফাজতের হরতালে সহিংসতার ঘটনার দুই মামলায় রনিকে ফের ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে ২ দিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, ‘ছাত্রদল কিংবা তারেক রহমান চিন্তা করলে পুলিশের পোশাক খুলে নেয়া ওয়ান-টু’র ব্যাপার’, ছাত্রদলের এক কর্মসূচিতে এমন বক্তব্য দেওয়ায় গত ২১ আগস্ট রাতে ঢাকার মগবাজার মোড় থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনের পাশ থেকে তাকে আটক করা হয়। ২০১৮ সালে অস্ত্রসহ রনিকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে কমিটি বাণিজ্যসহ বহু অভিযোগ রয়েছে।