আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে ছাত্রদলের বিক্ষোভ আটক ১৩

হেরোইন ইয়াবাসহ গ্রেপ্তার

ছাত্রদলের বিক্ষোভ

সংবাদচর্চা রিপোর্ট:

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ২১ জুন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাষাঢ়ায় বিক্ষোভ মিছিল বের করে । মিছিল শেষে রূপগঞ্জ ও সোনারগাঁয়ের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ থেকে ফেরার পথে জালকুঁড়ি এলাকায় ফতুল্লা হাইওয়ে পুলিশ ৩ গাড়ীসহ ছাত্রদলের ১৩ নেতাকর্মীকে আটক করেছে।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি জানান, কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের চাষাঢ়ায় কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে রূপগঞ্জ ও সোনারগাঁয়ের নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে পুলিশ ছাত্রদলের ১৩ নেতাকর্মী আটক করে।