আজ বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাগলে মানুষের মুখ !

ভারতের রাজস্থানে জন্ম নিয়েছে এক বিকলাঙ্গ ছাগল। আর তাকে নিয়ে পূজা শুরু করেছে স্থানীয়রা। যুক্তরাজ্য ভিত্তিক মিরর তার প্রতিবেদনে জানায়, স্থানীয়ভাবে জনপ্রিয় হয়ে ওঠা এই ছাগলের মুখ দেখতে মানুষের মত।

ছাগলের মালিক মুখার্জি প্রাজাপাপ জানেন তার এই ছাগলটি ‘সাইক্লোপিয়া’ নামের বিরল রোগে ভুগছে। এই রোগ হলে আমাদের যেই জিন মুখাবয়ব তৈরিতে সহায়তা করে তা ঠিকমত কাজ করে না এবং বিকলাঙ্গ চেহারা নিয়ে মানুষ বা প্রাণী জন্মগ্রহণ করে।

কিন্তু রাজস্থানের নিমদিয়া এলাকার অনেকে এই প্রাণীর পূজা শুরু করেছে। ভারতে এমন ঘটনা মাঝে মধ্যেই ঘটে। সেখানে বিকলাঙ্গ প্রাণী এবং গাছ নিয়েও পূজা করার প্রতিবেদন পাওয়া যায়।

স্পন্সরেড আর্টিকেলঃ