আজ সোমবার, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

‘চ্যাম্পিয়ন অব স্কিলস’ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

তরুণদের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখায় মর্যাদাপূর্ণ ‘চ্যাম্পিয়ন অব দ্য স্কিলস ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কার পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইউনিসেফ হাউসে ‘অ্যান ইভনিং উইথ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হাতে পুরস্কার তুলে দেন জাতিসংঘ শিশুবিষয়ক তহবিলের (ইউনিসেফ) নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।

এ সম্মাননা গ্রহণের পর প্রধানমন্ত্রী বলেন, ‘এই সম্মান আমার একার নয়, এটি বাংলাদেশের। কারণ, বাংলাদেশের জনগণ আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন। এ কারণেই আমি তাদের সেবা করার সুযোগ পেয়েছি। এ সুযোগের জন্য আমি এ সম্মান অর্জন করেছি।’

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারের পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘শিক্ষা একটি জাতির মেরুদণ্ড এবং শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এ বিষয়টি মাথায় রেখে সরকার বিভিন্ন মাধ্যমের শিক্ষাকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত করেছে।’

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘লাখ লাখ তরুণ তাদের দক্ষতার সঙ্গে আমাদের জীবন ও জীবিকা নির্বিঘ্ন করে চলছে। একটি দায়িত্বশীল ও জ্ঞানভিত্তিক সমাজ গঠন করতে আমাদের অবিচল পদক্ষেপেরও প্রকাশ করে এই স্বীকৃতি।

আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন যে যুবকদের সম্ভাবনা কাজে লাগানো ব্যতীত দেশের অগ্রগতি সম্ভব নয়। আমরা জ্ঞানসম্পন্ন একটি তরুণ প্রজন্ম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যারা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সহায়তা করতে পারবে।’

পুরস্কার গ্রহণের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী একে মোমেন, ক্রিকেটার সাকিব আল হাসান সহ অনেকে।

 

স্পন্সরেড আর্টিকেলঃ