সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ার জাকির হোসাইনকে ফোনে হুমকি, ধামকি দেওয়ার অভিযোগ গত ১৮ সেপ্টেম্ব (বুধবার) ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন।
এর আগে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ার জাকির হোসাইনকে ফোনে হুমকি, ধামকি দেওয়ার অভিযোগের সংবাদ নারায়ণগঞ্জের একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। জানা গেছে, চেম্বারের সভাপতি গণপূর্ত বিভাগের অফিসে যেয়ে কর্মকর্তা কর্মচারিদের সাথে অশোভন আচরণও করেছেন।
১৮ সেপ্টেম্বর দুপুরের দিকে এই ঘটনা ঘটে। আলীগঞ্জ এলাকার একটি কাজের টেন্ডারের অনুমতি পাশ না করার জেরে ওই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন।
তিনি জানান, এই ঘটনার পর থেকে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে একটি সাধারণ ডায়েরি করার উদ্যোগ নিয়েছি। তা প্রক্রিয়াধিন রয়েছে।
গণপূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসাইন অভিযোগ করে বলেন, ঢাকার নয়া পল্টন এলাকার বাসিন্দা এপিএম রফিকুল ইসলামের মালিকানাধিন রফিক কনাস্ট্রাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেডকে আলীগঞ্জ এলাকায় প্রায় ৬৭ লাখ টাকার একটি কাজ পেয়েছিলো। সে কাজটির এগ্রিমেন্ট করার কথা। সেটির জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিককে স্বশরীরে আসতে হয়। কিন্তু সেই ঠিকাদার আসেনি। আর সেটি পাস করে দেওয়ার জন্য খালেদ হায়দার খান কাজল বুধবার (১৮ সেপ্টেম্বর) আমাকে ফোন করেন। তখন আমি ঢাকায় ছিলাম।
তিনি আরও বলেন, কাজল সাহেব ফোন করে ওই কাজটি পাস করে দেওয়ার জন্য আমাকে ফোর্স করতে থাকেন। যখন আমি তাকে প্রক্রিয়া সম্পর্কে বলতে যাই তখন তিনি উত্তেজিত হয়ে উঠেন এবং আমাকে যাচ্ছেতাই ভাষায় হুমকি ধামকি দিতে থাকেন। শুধু তাই নয়, তিনি অফিসেও আসেন এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারিদের সাথেও অশোভন আচরণ করেন। ওই সময় তিনি অফিসে হুমকি দিয়ে বলতে থাকেন, আমাকে আমার ঢাকার বাড়িতে গিয়েই দেখিয়ে দিবে। এরপর জোর করে আমার ঢাকার বাসার ঠিকানা নেন আমার পিএ’র কাছ থেকে। এসব ঘটনায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ প্রসঙ্গে ফতুল্লা থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আসলাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, জিডির বিষয়টি সত্য। এই বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের বিশেষ শাখার পরিদর্শ (ডিআইও-২) সাজ্জাত রোমান জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য এর আগে চেম্বার সভাপতি খালেদ হায়দার খান কাজল জেলা সংসদ সদস্য শামীম ওসমানের শ্যালক টিটুকে গ্রেফতার করায় জেলা পুলিশকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে নারায়ণগঞ্জ অচর করে ফোলার হুমকি প্রদান করেছিলেন বলে জানা গেছে।