আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চেঞ্জেস স্কুলের শিক্ষক বহিষ্কার

সংবাদচর্চা রিপোর্ট:

চেঞ্জেস’ স্কুলের এক ছাত্রকে বেত্রাঘাত করার অভিযোগে শিক্ষক নাজমুল ইসলামকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ।বুধবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ইংলিশ মিডিয়াম ওই স্কুলের কর্তৃপক্ষ ও অভিভাবকরা আলোচনার মাধ্যমে অভিযুক্ত শিক্ষককে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

গত ১৬ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে আইসিটি বিষয়ে হোমওয়ার্ক করে না আনায় ৭ম শ্রেণির ছাত্র সৈকত কুমার পালকে ৭০টির অধিক বেত্রাঘাত করে আহত করেন শিক্ষক নাজমুল। এ ঘটনায় রাতে আহত শিক্ষার্থীকে খানপুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ঘটনাটি স্কুল কর্তৃপক্ষ খুব গুরুত্বসহকারে খতিয়ে দেখে এবং ৩ জন পরিচালক, অভিভাবক ও শিক্ষকদের যৌথ সিদ্ধান্তে আইসিটি শিক্ষক নাজমুলকে বহিষ্কার করার চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

এ সিদ্ধান্তে নির্যাতিত শিক্ষার্থীর পিতা সুরিথ পাল সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ওই শিক্ষক হয়তো মানসিক অসুস্থ্য ব্যক্তি। কারণ, কোন সুস্থ্য মানুষ এমন কাজ করতে পারে না। তবে স্কুল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে আমি সন্তুষ্ট।’

স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক জিএম ফারুক বলেন, ‘আমাদের স্কুল যখন ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় ওই সময় থেকেই আমাদের বাচ্চাদের গায়ে হাত তুলে শাসন করতে শিক্ষকদের নিষেধ করা হয়। এই নিষেধাজ্ঞা থাকার পরেও কালকের এই ঘটনা অত্যান্ত দুঃখজনক।’