নিজস্ব প্রতিনিধি:রাজধানীর মিরপুর থেকে চুরি হওয়া প্রাইভেটার ৪দিন পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনায় গাড়ী চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ২৫ অক্টোবর বুধবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ভুলতা এলাকা থেকে এ প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত প্রাইভেটকার মালিক জনি খান জানান, সে রাজধানীর মিরপুর-১০ নং এলাকায় বসবাস করে রেন্ট-এ কারের ব্যবসা করে আসছেন। ২১ অক্টোবর (শনিবার) রাতে ব্যবসায়ীক কাজ শেষ করে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-৬৫৩০) বাসার সামনের রাস্তায় পার্কিং করে রাখেন। রাত সাড়ে ১১টার দিকে বাসার জানালা দিয়ে দেখেন সেখানে তার প্রাইভেটকারটি নেই। বহু খোঁজাখুজি করে না পেয়ে পরের দিন রোববার পল্লবী থানায় একটি সাধারন ডায়েরী করলে ওয়ারল্যাস মেসেজের মাধ্যমে দেশের বিভিন্ন থানায় জানিয়ে দেয় পুলিশ।
এদিকে বুধবার রাত ১২টায় মুড়াপাড়া এলাকায় চুরি হওয়া প্রাইভেটকারটি দেখতে পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ গাড়ীটির পিছু ধাওয়া করে। পরে রাত সাড়ে ১২টার দিকে ভুলতা এলাকায় প্রাভেটকারটি উদ্ধার করে। এসময় পুলিশ এর ভিতর থেকে গাড়ী চোর চক্রের তিন সদস্য বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন পুটিখাল এলাকার শাহাদাতের ছেলে আবু সাঈদ, রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকার মোঃ খোকা মিয়ার ছেলে রানা ও মৃত ইউসূফ আলীর ছেলে মিঠুকে গ্রেফতার করেন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক রিপন আলী খান জানান, গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়ী চুরির কথা শিকার করেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।