আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চীনে মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

চীনের উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা অনৈসলামি কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ডাচ বাংলা ব্যাংকের সামনে এই কর্মসূচিপালিত হয়।

নারায়ণগঞ্জ জেলা অনৈসলামি কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমির মুফতি ওমর ফারুক সন্দ্বিপীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অনৈসলামি কার্যকলাপ প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় আমীর আতিকুর রহমান নান্নু মুন্সী।

মানববন্ধনে বক্তারা বলেন, চীনের উইঘুর এলাকায় নিরপরাধ মুসলিমদের উপর নির্যাতনের স্ট্রীম রোলার চালানো হচ্ছে। তাদের দোষ শুধু এটাই যে তারা মুসলমান। তাই বিশ্বের তৌহিদী জনতাকে এখনই ঐক্যবদ্ধভাবে ওই নির্যাতনের প্রতিবাদ জানাতে হবে।