আজ সোমবার, ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ চিত্রশিল্পী জয়নুল আবেদীনের জন্মদিন

চিত্রশিল্পী জয়নুল

আজ চিত্রশিল্পী জয়নুল আবেদীনের জন্মদিন

চিত্রশিল্পী জয়নুল

সংবাদচর্চা ডেস্ক: অাজ উপমহাদেশের বিখ্যাত চিত্রশিল্পী  জয়নুল আবেদীনের ১০৩তম জন্মদিন ।তিনি বাংলাদেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ। জয়নুল আবেদীনের  জন্মদিন  উপলক্ষে ঢাকা, ময়মনসিংহসহ দেশের  বিভিন্ন স্থানে জয়নুল ভক্তরা নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শিল্পীর কবর জিয়ারত,আলোচনা ,চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

শিল্পাচার্য জয়নুল আবেদীন ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর কিশোরগঞ্জে  জেলায় জন্মগ্রহণ করেন।বাল্য কাল হতে তার ছবি আকার আগ্রহ ছিল অনেক। তার বাবা চেয়েছিল জয়নুল ব্যারিস্টর হবে।তিনি ১৯৩৮ সালে  এসএসসি পাস করেন। এ বছরই তিনি বাড়ি থেকে পালিয়ে কলকাতা সরকারি আর্টস স্কুল অ্যান্ড কলেজে গিয়ে ভর্তি হন। এরপর ঢাকায় এসে প্রতিষ্ঠা করেন ‘ ইন্সটিটিউট অব আর্টস অ্যান্ড ক্র্যাপ্টস ’। পরে তিনি এই প্রতিষ্ঠানকে চারু ও কারুকলা কলেজে উন্নীত করেন। বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু ও কারুকলা ইন্সটিটিউিট।

এ শিল্পী অসংখ্য ছবি একেছেন । স্বল্প সময়ে তিনি  দেশে বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছেন ।গ্রাম বাংলার ছবি আকতে তিনি বেশি পছন্দ করতেন।তার উল্লেখযোগ্য চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, বিদ্রোহী, কাক, সাধারণ নারী । তিনি সরকারের সহযোগিতায় ১৯৭৫ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিষ্ঠা করেন ‘লোকশিল্প জাদুঘর’ এবং একই বছর ময়মনসিংহে প্রতিষ্ঠা করেন ‘ময়মনসিংহ জয়নুল সংগ্রহশালা’।

শিল্পীর চিত্রকর্ম সংগ্রহ রয়েছে শাহবাগে জাতীয় জাদুঘরে ৮০৭টি, বেঙ্গল ফাউন্ডেশনে ৫০০ চিত্রকর্ম, শিল্পীর পরিবারের কাছে শতাধিক চিত্রকর্ম সংগ্রহ রয়েছে। এ ছাড়া পাকিস্তানের বিভিন্ন স্থানে শিল্পীর অসংখ্য চিত্রকর্ম সংগ্রহ রয়েছে। শিল্পাচার্য জয়নুল আবেদীন ১৯৭৬ সালের ২৮ মে ইন্তেকাল করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ