নারায়ণগঞ্জের উত্তর চাষাঢ়ার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী তানিম গ্রুপের প্রধান তানিম কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে ফতুল্লা থানার উপ পরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে উত্তর চাষাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তামিম ৯৩/১ উত্তর চাষাঢ়ার খলিলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সন্ত্রাসী তানিমের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে থানায়। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা ছিল তার বিরুদ্ধে। এতোদিন পলাতক ছিল শীর্ষ সন্ত্রাসী তানিম। গত ২০১২ সালে এক ব্যবসায়ীকে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই মামলার এক নম্বর আসামি তানিম। ২০১৫ সালে শহরের নবাব সলিমুল্লাহ সড়কে অবস্থিত আঙ্গুরা শপিং মালিকের কাছে ডিবি পরিচয় দিয়ে চাঁদাবাজি ও চাষাঢ়া বালুর মাঠ এলাকার প্রাইভেটকার চালককে মারধর করায় সন্ত্রাসী তানিমের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়।
বিস্তারিত আসছে,,,