আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাষাড়ায় ত্বকী হত্যার বিচারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন

সংবাদচর্চা রিপোর্ট

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার ও দ্রুত অভিযোগপত্র দায়েরের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা কর্মীরা

৮ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ত্বকী হত্যার মাসিক কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বী বলেন, আমরা ৬ বছর ধরে প্রতিবাদ করছি। বিচারহীনতা থেকে মানুষকে মুক্তি দিন। ন্যায় বিচার ও সুবিচার প্রতিষ্ঠিত করুন। বিচারের কণ্ঠ চেপে রাখা থেকে নিবৃত্ত হোন। আমরা প্রতিবাদ জারি রাখি এজন্য যে যদি প্রতিবাদ না থাকে তাহলে শাসক স্বৈরশাসনের সীমা পরিসীমা ছাড়িয়ে যায়। সেইজন্য জনগনকে প্রতিবাদ জারি রাখতে হবে। শাসকদের সেই দুশাসন থেকে নিবৃত্ত রাখার জন্য। যতদিন না পর্যন্ত এ বিচার আমরা নিশ্চিত করতে পারছি, এ দুঃশাসন থেকে জনগনকে আমরা পরিত্রাণের পথ আমরা বের করতে না পারছি ততদিন পর্যন্ত আমাদের প্রতিবাদ থাকবে। সাত বছর হয়ে যাচ্ছে সাগর রনি হত্যা হয়েছে। অভিযোগপত্র তো দূরের কথা এর কিছুই হয় নাই। তনু হত্যার কোন বিচার শুরু হয় নাই। আমরা চাই এ বিচারগুলো সম্পন্ন করা হোক। এ বিচারের অপরাধে রাষ্ট্রবাহিনী, সরকারের লোক যেই থাকুক না কেন তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করে, শক্ত ব্যবস্থা গ্রহণ করে জনগনের পক্ষে অবস্থান গ্রহণ করবেন।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন খেলাঘর আসর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথিন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভাবানী শংকর রায়, সিপিবি জেলার সেক্রেটারী শিবনাথ, বাসদ জেলার সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি তরিকুল সুজন প্রমুখ।