তৃণমূলের চাপের মুখে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর কাছে প্লট চেয়ে করা আবেদনপত্র প্রত্যাহার করে নিয়েছেন ।
মঙ্গলবার ওই আবেদনটি প্রত্যাহার করে নেন রুমিন ফারহানা।চিঠিতে ব্যারিস্টার রুমিন ফারহানা লিখেছেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমার আবেদনটি প্রত্যাহার করে নিচ্ছি।
গত ৩ আগস্ট নিজের নামে রাজধানীর পুর্বাচলে ১০ কাঠা প্লট বরাদ্দ চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের কাছে আবেদন করেন রুমিন ফারহানা।
এর পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুমূল সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে মঙ্গলবার আবেদনটি প্রত্যাহার চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিলেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এ এমপি।