সংবাদচর্চা অনলাইনঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ৩শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বৃহস্পতিবার ২৫শে ফেব্রুয়ারি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক এর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই কারাদণ্ড দেন।
আটককৃতরা হলেন, আন্নাছ (৪৫) ও সিয়াম(১৯)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সামছুল আলম জানান, ফতুল্লার চানমারী বস্তিতে অভিযান পরিচালনা করে ৩’শ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেফতারকৃত দুই আসামীদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৭দিনের কারাদন্ড প্রদান করেন।