আজ শুক্রবার, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাচা বলে আর ডাকবে না ভাতিজা রাসেল, মৃতের সংখ্যা ১৭

সংবাদচর্চা অনলাইনঃ

রাসেল (৩৪) নামে দগ্ধ আরও এক জনের মৃত্যু হয়েছে। তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ১৭।

শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাসেলের চাচা মো. জহিরুল ইসলাম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

কান্নারত অবস্থায় তিনি প্রাইম নারায়ণগঞ্জকে জানান, তল্লা এলাকাতে মসজিদের পাশেই রাসেলের বাসা। ভাতিজা রাসেল শুক্রবার এশার নামাজ পড়তে গিয়ে এখন না ফেরার দেশে। তিনি বলেন, আর চাচা-চাচা বলে ডাকবেনা ভাতিজা রাসেল। ভাতিজাকে হারিয়ে রাসেলের পরিবার এখন দিশেহারা।

মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় নিহত অপর ১৬ জন হলেন- কুদ্দুস বেপারী (৭২), হুমায়ন কবির (৭০), কাঞ্চন হাওলাদার (৫০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), ইব্রাহীম (৪৩), জয়নাল আবেদীন (৪০), জামাল (৪০), মোস্তফা কামাল (৩৪), রাসেল (৩৪), নয়ন (২৭), সাব্বির (২১), জুনায়েদ (১৮), রিফাত (১৮), জুনায়েদ (১৭), মাইনুদ্দিন (১২), জুবায়ের (৭)। এছাড়া দগ্ধ আরও ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল শুক্রবার রাতে তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালীণ সময়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন বলে জানা যায়। পরে দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে ১৭ জনের মৃত্যু হলো।