আজ বুধবার, ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদাবাজির মামলায় তাপু গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট: অভিজাত ক্লাব দি ইউনাইটেড এসোসিয়েশনের সভাপতি ও ফতুল্লার ব্যবসায়ী তোফাজ্জল হোসেন তাপুকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ২০ লাখ টাকা চাঁদার দাবীতে দেয়াল ভাঙ্গা ও হুমকি দেয়ার অভিযোগে হোসেন জুট মিলের ব্যবস্থপনা পরিচালক সৈয়দ মেহেদী হোসেনের করা মামলায় তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানার পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে তাকে ইউনাইটেড ক্লাব থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন। তিনি জানান, চাঁদাবাজির মামলায় আসামিকে গ্রেফতার করে থানা নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার তাকে কোর্টে চালান করে দেওয়া হবে।

হোসেন জুট মিলের ব্যবস্থপনা পরিচালক সৈয়দ মেহেদী হোসেনের করা মামলায় তোফাজ্জল হোসেন তাপু, কামাল হোসেন, আব্দুল মমিনসহ অজ্ঞাতনামা ১০/১২জনকে আসামী করা হয়েছে।

এর আগেও ইউনাইটেড ক্লাবের মধ্যে জুয়া খেলার অভিযোগে তাপুসহ তার বেশ কয়েকজন সহযোগীকে আটক করেছিল জেলা ডিবি পুলিশ।

স্পন্সরেড আর্টিকেলঃ