আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদাবাজির আরেক মামলায় জামিন পেলেন ডিস বাবু

সংবাদচর্চা রিপোর্ট : সদর থানার দায়ের করা আরো একটি চাঁদাবাজির মামলায় নাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিস বাবুর জামিন মঞ্জুর করেছে আদালত। বুধবার (১৫ মে) সকালে নারায়নগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে জামিনের আবেদন করলে আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন।
রিমান্ড প্রাপ্ত আসামী ডিস বাবু পাইকপাড়া সাহসুজা রোডের মৃত আ. গফুর মিয়ার ছেলে।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন, এডভোকেট খোকন সাহা। এসময় আরো উপস্থিত ছিলেন, এডভোকেট বারী ভুইয়া, এডভোকেট হাসান ফেরদাউস জুয়েল, এডভোকেট ভাষানী, এডভোকেট রাসেল প্রমূখ।
এসময় কোর্ট পুলিশ হাবিবুর রহমান দৈনিক সংবাদ চর্চাকে বলেন, সদর থানায় আরো একটি চাঁদাবাজির মামলায় নাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর জামিন মঞ্জুর করেছে আদালত।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল বন্দর থানাধীন ফরাজিকান্দা এলাকার ডিস ব্যবসায়ী হাসানের কাছ থেকে দশ লাখ টাকা চাঁদার দাবী করে ডিস বাবু। পরে হাসান ডিস বাবুকে অভিযোক্ত করে বন্দর থানায় একটি চাদাঁবাজি মামলা দায়ের করে। এর পর গত ২১ এপ্রিল মাসদাইর এলাকার সফিকুল ইসলাম কুসুম ৬ লাখ ৬১ হাজার ৩০০ টাকা ও পশ্চিম দেওভোগ এলাকা মোক্তার হোসেন ৭ লাখ ৬০ হাজার টাকা চাদাঁর দাবীতে দুইটি পৃথক মামলা দায়ের করেন। এছাড়াও গত ২৮ এপ্রিল ১৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা বারেক মিয়া বাদী হয়ে একটি ডাকাতি মামলা ও বাবুরাইলের ডিস ব্যবসায়ী মুক্তার তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।