আজ রবিবার, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চলো গান তুলি বৈশাখী’ ধ্বনিতে মেতে উঠবেন মমতাজ

পহেলা বৈশাখ ১৪২৬ উপলক্ষে কিংবদন্তি ফোক তারকা মমতাজের কণ্ঠে আসছে ‘চলো গান তুলি বৈশাখী।’ গানটিতে তার সাথে আরো কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় রক তারকা মিজান। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন দেশের অন্যতম জনপ্রিয় সুরকার ফুয়াদ আল মুক্তাদীর।

বাংলালিংক-এর ব্র্যান্ডস এ্যান্ড কম্যুনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমেদ বলেন, “সঙ্গীত প্রেমীদের পহেলা বৈশাখ উদযাপনে নতুন মাত্রা যোগ করতে আমরা বিশেষ এই মিউজিক ভিডিওটি প্রকাশ করতে যাচ্ছি। গ্রাহকদের উন্নত মানের সেবা দেওয়ার পাশাপাশি বাংলালিংক দেশের সংস্কৃতি বিকাশে সবসময়ই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। আমরা আশা করি, জনপ্রিয় শিল্পী মমতাজ ও মিজানের ভিন্নধর্মী এই পরিবেশনা সবাই উপভোগ করবেন।”

স্পন্সরেড আর্টিকেলঃ