নিজস্ব প্রতিবেদক:
আড়াইহাজারের দু’টি পৌরসভায় নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা । ২৫ জুলাই বুধবার সকাল আটটা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীন ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত।
নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম ছিল বলে মনে করেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী, আর মানুষ ভীত হয়ে বা কারও প্রভাবে প্রভাবিত হয়ে ভোটকেন্দ্রে আসছেন না বলে মত দেন বিএনপির প্রার্থী।
তবে নির্বাচন কমিশন বলছে, বৈরি আবহাওয়া উপেক্ষা করে মেয়র ও কাউন্সিলর নির্বাচনে ভোট দেন নারায়ণগঞ্জের আড়াইহাজার ও গোপালদী পৌরবাসী। শুরু থেকেই তাদের দাবি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
নির্বাচন নিয়ে ছোটখাটো কিছু অভিযোগ ছিল। কিন্তু গুরুতর অনিয়মের কোনো অভিযোগ তাঁদের তুলতে দেখা যায়নি।
নির্বাচন চলাকালে তেমন কোনো অপ্রীতিকর বা সহিংস ঘটনার খবর মেলেনি।
উল্লেখ্য, এ ভোট কার্যক্রমে আড়াইহাজার পৌরসভায় মেয়র পদে ২ ,সাধারণ পদে ৩৪ ও সংরক্ষিত নারী আসনে ১১ জন । গোপালদী পৌরসভায় মেয়র পদে ২ জন ,সাধারণ(কাউন্সিলর ) পদে ২৯ ও সংরক্ষিত নারী আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
দুই পৌরসভায় ভোটার সংখ্যা ৪৯,০৮৫ জন । এর মধ্যে নারী ভোটার ২৪,২৫৩ জন ,পরুষ ভোটার ২৪,৮৩২ জন। এখানে ভোট কেন্দ্রের সংখ্যা-৯ টি । ভোট কক্ষের সংখ্যা ৬২ টি । গোপালদী পৌরসভায় ভোট কক্ষের সংখ্যা ৮৫ টি ।ভোট কেন্দ্রের সংখ্যা -১১ টি ।