বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন নারায়ণগঞ্জের পশুর হাট গুলোতে আসা গরু ব্যবসায়ীরা। সরেজমিনে দেখা গেছে, থেমে থেমে তীব্র বৃষ্টিতে নারায়ণগঞ্জের প্রতিটি হাটে পানি জমেছে। এর মধ্যেই বেঁধে রাখা হয়েছে গরু। কোথাও পানি সরাতে বালু ফেলা হচ্ছে। আবার কোথাও হাটু সমান পানির মধ্যে গরু বেঁধে রাখা হয়েছে।
কোন কোন হাটে বালুর টিলা বানিয়ে উচু স্থানে গরু বেধে রাখায় মানুষ চলাচলের স্থান হয়েছে বেশ নিচু। এতে করে সেখানে জমে রয়েছে হাটু পানি। গোবরসহ আবর্জনা ভাসছে পানিতে। ফলে চলাচলে ব্যাঘাত ঘটছে হাটে আসা ক্রেতাদের।
ফতুল্লার ডিআইটি মাঠের গরুর হাটে কথা হয় গরুর ব্যবসায়ী আরিফের সাথে। তিনি পাবনা থেকে এসেছেন। প্রতিবারই এই হাটে আসেন। এবার প্রাথমিক ভাবে ১২ টি গরু নিয়ে এসেছেন। পলিথিন কিনে এনে বাঁশের খুঁটি দিয়ে বৃষ্টির পানি আটকানোর চেষ্টা করছিলেন। কাজ হয়নি মোটেও। বৃষ্টিতে ভিজে একাকার তার ১২টি গরু। সঙ্গে ভিজেছেন নিজেও। তবে নিরাপত্তা ও খাওয়া দাওয়ার ক্ষেত্রে অন্যান্য হাটের চেয়ে এখানে সুবিধা একটু বেশিই বলে জানান তিনি।
পাগলা তালতলা এলাকার পশুর হাটের অবস্থা আরো নাজুক। সেখানে কথা হয় গরুর বেপারী নাজিম মিয়ার সাথে। এসেছেন ফরিদপুর থেকে। আক্ষেপ করে সময় নারায়ণগঞ্জ’কে তিনি বলেন, ‘হাটে পর্যাপ্ত টয়লেট নেই, নেই থাকার ব্যবস্থা। খেতে হয় অস্থায়ী দোকানে।’
রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গরুর হাটে কথা হয় বারেকের সাথে । তিনি বলেন, এখানে থাকা খাওয়ার সু ব্যবস্থা রয়েছে। কিন্তু বৃষ্টিতে লোকজন বের হতে পারছেন। গুরুর খাদ্য নিয়ে সমস্যা হচ্ছে।