আজ বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চনপাড়ায় হ্যান্ড ওয়া‌শিং বিতরণে বজলু

নিজস্ব প্রতিবেদক: ক‌রোনাভাইরাস মোকা‌বেলায় জনগ‌নের মা‌ঝে হ্যান্ড ওয়া‌শিং ষ্টেশন বিতরণ কার্যক্রম উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপু‌রে রূপগঞ্জ উপ‌জেলার চনপাড়া এলাকায় চনপাড়া ক‌মিউ‌নি‌টি ক্লি‌নি‌কে ব্র্যা‌কের উদ্যো‌গে বিনামূ‌ল্যে এ হ্যান্ড ওয়া‌শিং ষ্টেশন বিতরণ কার্যক্রম ভি‌ডিও কনফা‌রে‌ন্সের মাধ্য‌মে উ‌দ্বোধন ক‌রেন, বস্ত্র ও পাটমন্ত্রী ‌গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক মোহাম্মদ বজলুর রহমানের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, চনপাড়া ক‌মিউ‌নি‌টি ক্লি‌নি‌কের মে‌ডি‌কেল অ‌ফিসার ডাক্তার নুসরাত কা‌দির, ব্র্যা‌কের করোনা ভাইরাস প্রকল্পের মাঠ সংগঠক মোঃ আরিফুল ইসলাম, মোঃ আবদুল্লাহ আল নোমান মজুমদার, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ইব্রাহিম সর্দার, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন ম‌হিলালী‌গের সভাপ‌তি নাজমা খান, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবকলী‌গের সাধারন সম্পাদক আবু বকর সি‌দ্দিক, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন যুবমহিলালীগের সভাপতি নাজনীন সুলতানা।

সর্বশেষ সংবাদ