আজ শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চনপাড়ায় শীতার্তদের পাশে গাজী পরিবার

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে গাজী পরিবার। বুধবার ( ৩০ ডিসেম্বর) বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নিজস্ব তহবিল থেকে চনপাড়ায় শীতবস্ত্র বিতরণ করা হয়। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক শীতবস্ত্র বিতরণে জন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে কয়েকটি টিম করেছেন। ঐ টিমের সদস্যরা রূপগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করছে। বুধবার চনপাড়ায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান। গাজী পরিবারের প্রশংসা করে বজলুর রহমান বলেন, গাজী পরিবারের জন্য আমরা চনপাড়াবাসী ধন্য। তাদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না। আমাদের সুখে -দুঃখে সব সময় জননেতা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক আমাদের পাশে থাকে । আমরা গাজী পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ যেনো গাজী পরিবারকে আরও বেশি মানুষের সেবা করার সুযোগ দেন।

এসময় উপস্থিত ছিলেন , রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা , ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিক মাষ্টার, সাধারণ সম্পাদক আলম, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা জাহের আলী, মান্নান, রফিকুল ইসলাম রফিক, মহিলা লীগ নেত্রী জাহানারা, নুরজাহান,কহিনুর,গেদি প্রমুখ।