আজ শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চনপাড়ায় রাস্তা সংস্কারের উদ্যোগ

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার চনপাড়া শেখ রাসেলনগরে তিনটি কবরস্থান যাতায়াতের জন্য রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। মঙ্গলবার ( ১৭ নভেম্বর) রাস্তাগুলো পরিদর্শন করেছেন চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা । চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমান জানান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের ব্যক্তিগত অর্থায়নে কবরস্থান তিনটির রাস্তা মেরামত হবে। মন্ত্রী মহোদয়ের নির্দেশে আমরা রাস্তা তিনটি পরিদর্শন করেছি।