আজ সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চনপাড়ায় মাদক বিরোধী মিছিল

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জের চনপাড়ায় স্থানীয় সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিদেশনায় মাদক বিরোধী মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার ( ৮ জানুয়ারি) মাদক বিরোধী মিছিলটি চনপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন ( প্রস্তাবিত) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন ( প্রস্তাবিত) আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলী সিকদার, সাংগঠনিক সম্পাদক আনিস মল্লীক, রূপগঞ্জ উপজেলা যুবমহিলা লীগ সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, রূপগঞ্জ উপজেলা যুবলীগের কার্যকারী সদস্য এস এম ইব্রাহিম , চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সভাপতি নাজমা খাঁন, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ডাঃ আনোয়ার , সাধারণ সম্পাদক আবিদ হাসান চাঁনমিয়া, ইউনিয়ন বাস্তবায়ন পরিষদের আহবায়ক নুর আলম মুন, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ জসিম গাজী , সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন যুব মহিলালীগের সভাপতি নাজনিন সুলতানা, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত,সাধারন সম্পাদক স্বর্নালী আক্তার , ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান ভান্ডারী,সাধারণ সম্পাদক শাহ আলম, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জামাল, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খন্দকার, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম,সাধারণ সম্পাদক ইব্রাহিম, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নান্দু মিয়া, সাধারন সম্পাদক মানিক সিকদার, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদশা, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিক মাষ্টার, সাধারণ সম্পাদক আলম, মো: খলিল, জায়ের আলী, মহিলা লীগ নেত্রী নুরজাহান ,জাহানারা বেগম, পারুলি আক্তার গেদি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, চনপাড়াবাসী মাদকের বিরুদ্ধে জেগে উঠেছে। এখন থেকে চনপাড়ায় কোন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীর স্থান হবে না। আমাদের নেতা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যেখানেই মাদক ব্যবসা হবে, সেখানেই প্রতিবাদ করতে ।