সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পুরস্কার (২০২০) পাওয়ায় চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর) চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমানের নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলে অগণিত লোক অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল আলী সিকদার, সাংগঠনিক সম্পাদক আনিস মল্লিক, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন মহিলা লীগের সভাপতি নাজমা খান, উপজেলা যুবমহিলা লীগের সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, রাসেলনগর ইউনিয়ন বাস্তবায়ন পরিষদের সভাপতি নুরে আলম মুন, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক শফিকুল ইসলাম জাহিদ, কার্যকরী সদস্য এস এম ইব্রাহিম, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জসিম গাজী, সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিক, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি নাজনীন সুলতানা, সাধারন সম্পাদক শাকিলা আক্তার প্রমুখ।
এসময় চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমান বলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক রূপগঞ্জে রূপের আলো ছড়াচ্ছে। তার জন্য আমরা গর্বিত । বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে চনপাড়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।