আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চনপাড়ায় অগ্নিকান্ড

রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় রিক্সার গ্যারেজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজসহ গ্যারেজের ভিতরে রাখা ২০/২৫টি রিক্সা পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সাড়ে ১২ টার দিকে চনপাড়া মোড়ের মঞ্জুর ওয়ার্কশপের পাশে ময়লার স্তূপ থেকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে কিছু ঘর বাড়ি পুড়ে যায়। স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে ঘটনাটি প্রশাসনকে জানালে ডেমরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে আগুনে পুড়ে রিক্সার গ্যারেজ ও গ্যারেজে ভিতরে রাখা ব্যাটারিচালিত ২০/২৫ টি রিক্সা ও ভ্যানগাড়ী পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন গ্যারেজ মালিক।

এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।