সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার চনপাড়া ১ নং ওয়ার্ডে খাদেমুল কোরআন বায়তুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ( ২২ জানুয়ারি) দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ( প্রস্তাবিত) ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান। তিনি বলেন , চনপাড়ার সবাই সু-শিক্ষায় শিক্ষিত হোক। এখানে কোনো মাদক সন্ত্রাসীর স্থান হবে না। ইসলাম শিক্ষা বাড়াতে হবে। চনপাড়ায় শিক্ষার জন্য আমার সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।
বজলুর রহমান আরও বলেন, চনপাড়ার উন্নয়ন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সহযোগিতায় আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি । মাননীয় মন্ত্রী আমাদের অনেক উন্নয়ন করেছেন।